সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ইউজিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ

ইউজিসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডা. এ বি এম আবদুল্লাহ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত 'ইউজিসি অ্যাওয়ার্ড-২০১৩' পাচ্ছেন বিশিষ্ট মেডিসিন রোগ বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ। মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণা কর্মের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে ইউজিসি মনোনীতদের মধ্য থেকে তিনি এই সম্মাননা পাচ্ছেন। চিকিৎসা শাস্ত্রে বই ও জার্নাল প্রকাশের জন্য ইউরোপের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান 'এলসেভিয়ার' থেকে তার লেখা 'শর্ট কেসেস ইন ক্লিনিক্যাল মেডিসিন' বইয়ের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। আগামী ২৯ মার্চ বিকাল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুরস্কার প্রাপ্তদের হাতে অর্থ, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ দিতে ১৯৮০ সাল থেকে এ অ্যাওয়ার্ড চালু করে ইউজিসি। বিজ্ঞপ্তি।

 

 

সর্বশেষ খবর