সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা

অনিয়মে বিমানের রাজস্ব ক্ষতি ২০৬ কোটি টাকা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অদক্ষতা ও অনিয়মের কারণে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ২০৫ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এ সংস্থার অদক্ষতা ও অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ওই টাকা সুদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান নানা অজুহাতে মামলা করেছে, সেসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত 'সরকারি হিসাব সম্পর্কিত কমিটির' বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাস, বেগম রেবেকা মমিন, মাঈনউদ্দীন খান বাদল, এ কে এম মাঈদুল ইসলাম এবং বেগম ওয়াসিকা আয়েশা খান বৈঠকে অংশ নেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাজস্ব আদায় ব্যবস্থাপনার ওপর উপস্থাপিত বিগত মহাজোট সরকারের প্রথম অর্থবছরে (২০০৯-১০) হিসাবের ওপর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অডিট রিপোর্টে এসব রাজস্ব ফাঁকির বিষয় উঠে আসে। কমিটি সূত্র জানায়, বৈঠকে দেশি-বিদেশি বিভিন্ন বিমান সংস্থার কাছ থেকে অ্যারোনটিক্যাল ও নন অ্যারোনটিক্যাল চার্জসহ অন্যান্য ভাড়া অনাদায়ী থাকায় সরকারের রাজস্ব ক্ষতি হয় ১১ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকা।

সর্বশেষ খবর