সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা
নৌমন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন

মাস্টার ও ড্রাইভারের কারণেই শ্যালায় ট্যাংকার ডুবি

সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির ঘটনায় দুই জাহাজের মাস্টার ও ড্রাইভারকে দোষী সাব্যস্ত করে ২৩টি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। জানা গেছে, দুর্ঘটনার জন্য ডুবে যাওয়া সাউদার্ন-৭ লঞ্চকে ধাক্কা দেওয়া এমভি টোটালের মাস্টারকে দায়ী করা হয়েছে। এ ছাড়া পদ্মায় যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা ডুবির ঘটনায় উভয় লঞ্চের মাস্টারকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে এ সংক্রান্ত কমিটি। নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নূর-উর রহমান রবিবার বিকালে সচিবালয়ে নৌমন্ত্রী শাজাহান খানের কাছে প্রতিবেদন দুটি তুলে দেন। নৌ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্যালা নদীর দুর্ঘটনার জন্য ২৩টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর মধ্যে দুটি আইনগত, নৌ-নিরাপত্তা সংক্রান্ত তিনটি, প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত ১১টি, সার্ভে সংক্রান্ত ছয়টি এবং অন্য বিষয়ে একটি সুপারিশ রয়েছে।

সর্বশেষ খবর