সোমবার, ১৬ মার্চ, ২০১৫ ০০:০০ টা

রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হতে পারে

ড. এমাজউদ্দীন

সংলাপ না হলে রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি সংকট সমাধানের জন্য কোনো ধরনের উদ্যোগ না নেন তবে খুব শিগগিরই রাষ্ট্রের অস্তিত্বও বিলীন হতে পারে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত 'চলমান পরিস্থিতি উত্তরণের উপায়' শীর্ষক আলোচনায় তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন। সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ড. এমাজউদ্দীন বলেন, এভাবে দেশ চালানো যায় না। যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী পত্রিকা বাংলাদেশের রাজনীতিকে 'টঙ্কি' রাজনীতি বলেছে। তিনি বলেন, চলমান সংকট একটি রাজনৈতিক সংকট। এর সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে। যদি তা না হয় তবে খুব বেশি দূরে নয় কাছাকাছি সময়ে জাতীয় পর্যায়ে মারামারির আভাস দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর