শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

বসুন্ধরায় থাইমেলা শেষ হচ্ছে কাল

চার দিনব্যাপী থাইল্যান্ড সপ্তাহ বা থাইল্যান্ড উইক নামে থাইমেলা আগামীকাল শেষ হবে। গতকাল দ্বিতীয় দিন মেলায় ব্যবসায়ী ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বুধবার মেলার উদ্বোধন  করেন  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সাত ক্যাটাগরিতে থাইল্যান্ডে উৎপাদিত ৪৭টি পণ্য স্থান পেয়েছে এ মেলায়। এসবের মধ্যে রয়েছে অটো পার্টস অ্যান্ড এক্সেসরিজ, কনস্ট্রাকশন মেটারিয়াল অ্যান্ড মেশিনারি ইকুইপমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ, গার্মেন্ট, টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন এক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, হাউসহোল্ড অ্যান্ড নিটওয়্যার পণ্য এবং স্টেশনারি পণ্য।
থাইল্যান্ডে তৈরি বিভিন্ন পণ্যের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি কেনার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে।
 

সর্বশেষ খবর