শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা
দুই খুনের প্রতিবাদ

মালদ্বীপে বাংলাদেশিরা হুমকিতে

মালদ্বীপে এক সপ্তাহের মধ্যে দুই বাংলাদেশি খুন এবং ছুরিকাঘাতে দুজন আহত হওয়ার প্রতিবাদ করায় হুমকিতে পড়েছেন বসবাসরত বাংলাদেশিরা। খবর বিডিনিউজ।
প্রবাসী বাংলাদেশিরা এই খুনের প্রতিবাদে শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর বাংলাদেশ হাইকমিশনের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। প্রবাসী বাংলাদেশি হারুন অর রশীদ জানান, সপ্তাহজুড়ে বিভিন্ন হামলার ঘটনায় মালদ্বীপে বাংলাদেশিসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এদিকে বাংলাদেশিরা প্রতিবাদ কর্মসূচি ঘোষণার পর মালদ্বীপ সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিক্ষোভে অংশ নিলে দ্বিতীয় কোনো সতর্ক বার্তা ছাড়াই ভিসা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মালদ্বীপের ইমিগ্রেশন কন্ট্রোলার মোহামেদ আনওয়ার সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়ার্ক পারমিটের শর্ত অনুযায়ী তারা এ ধরনের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারেন না। তারপরও কোনো বিদেশি কর্মী বিক্ষোভে অংশ নিলে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। অন্যদিকে মালদ্বীপ হিউম্যান রাইটস কমিশনের ভাইস প্রেসিডেন্ট আহমেদ থোলাল বলেছেন, প্রবাসী কর্মীদের ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা অসাংবিধানিক। মালদ্বীপের সংবিধান সবাইকে অধিকারের দাবিতে কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার দিয়েছে। অভিবাসন চুক্তির একটি ধারা সংবিধানের ওপর প্রাধান্য পেতে পারে না।
উল্লেখ্য, মালদ্বীপের হাভেরু অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত রবিবার ভোরে চার মুখোশধারীর হামলায় প্রবাসী বাংলাদেশি শাহিন মিয়া খুন হন।
 মালের সাউথ-ওয়েস্ট হারবার এলাকায় ‘লিয়ানু ক্যাফে’তে কাজ করতেন তিনি। এর আগে ‘আলিফ আলিফ আতোল থড্ডু’ দ্বীপ থেকে বিলাল নামে অন্য এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।
 

সর্বশেষ খবর