শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

স্বামীর দেওয়া এসিডে মৃত্যু, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর দেওয়া এসিডে দগ্ধ গৃহবধূ ইয়াসমিন বেগম (৩২) মারা গেছেন। গত রাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইয়াসমিন ভূইগড় এলাকার গুলজার হোসেনের মেয়ে। এর আগে ২৩ মার্চ দিনগত রাত দেড়টায় ফতুল্লার ভূইগড়ে গুলজার হোসেনের বাড়িতে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় পুলিশ তার দেবর-ননদসহ পাঁচজনকে আটক করে। পরে ইয়াসমিনের ভাই শাহ আলম বাদী হয়ে মামলা করলে পুলিশ ওই পাঁচজনকে আদালত থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এদিকে গৃহবধূ ইয়াসমিনের খবর ছড়িয়ে পড়লে ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে এলাকাবাসী।
রাত ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত শত শত মানুষ রাস্তা অবরোধ করে ঘাতকদের গ্রেফতারের দাবি জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা থেকে তুলে দেয়।
 

সর্বশেষ খবর