রবিবার, ১২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
সেমিনারে ড. আতিউর

দারিদ্র্য ৪ শতাংশে নেমে আসবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হলে ২০৩৫ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কমে ৪ শতাংশে নেমে আসবে। গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিআইবিএম-এর সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এশিয়ার যে কোনো দেশের তুলনায় স্থিতিশীল অবস্থায় রয়েছে। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত যাতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, বাংলাদেশ ব্যাংক সে বিষয়ে নানা পদক্ষেপ নিয়েছে। তিনি উল্লেখ করেন, মোবাইল ব্যাংকিংয়ে ইতিমধ্যে ২ কোটি ৬০ লাখ হিসাব খোলা হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে দেশের মোবাইল ব্যাংকিং সেবা প্রশংসিত হয়েছে। এতে পোশাক শিল্পের নারী শ্রমিকদের যুক্ত করা গেলে বিশাল বিপ্লব ঘটানো সম্ভব। গাভী ও দুগ্ধজাত পণ্যের উন্নয়নে ২০০ কোটি টাকার পুনঃঅর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে গভর্নর জানান, ওই স্কিম থেকে গাভী পালনে মাত্র ৫ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। গ্রামের ঘোষ বাড়ির মেয়েরা এ প্রকল্পে ঘি, পনিরসহ দুগ্ধজাত নানা দ্রব্য তৈরি করতে পারবেন।

বিআইবিএমের মহাব্যবস্থাপক (ডিজি) তৌফিক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন।

সর্বশেষ খবর