বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

রেজিস্ট্রেশন ভবন পরিদর্শন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সংসদীয় কমিটির

রাজধানীর তেজগাঁওয়ের ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবন পরিদর্শন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সুরঞ্জিত সেনগুপ্তর নেতৃত্বে প্রতিনিধি দল প্রায় তিন ঘণ্টা কমপ্লেক্স ভবনে অবস্থান করেন।

উল্লেখ্য, বাংলাদেশ প্রতিদিনে গত ৭ এপ্রিল 'সংঘবদ্ধ চক্রই হাতিয়ে নেয় তিন হাজার কোটি টাকা এবং ১৯ এপ্রিল 'মারাত্দক ঝুঁকিতে ভূমি রেকর্ড রুম' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। রিপোর্ট দুটির প্রতি সংসদীয় কমিটির দৃষ্টি আকৃষ্ট হয় এবং কমিটির সদস্যরা গতকাল সরেজমিন পরিদর্শন করেন। এ সময় কমিটির সদস্য শামসুল হক টুকু, আবদুল মজিদ খান, জিয়াউল হক মৃধা, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং নিবন্ধন মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন। খান মো. আবদুল মান্নান জানান, ভূমি ব্যবস্থাপনা, ভূমি রেজিস্ট্রেশন আধুনিকায়ন, রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনের নিরাপত্তা, রেকর্ড সংরক্ষণ ডিজিটাল করার জন্য সংসদীয় কমিটির সদস্যরা নির্দেশনা দিয়েছেন।

 

সর্বশেষ খবর