মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

জবিতে ছাত্রলীগ নেতার হাতে সহকর্মী লাঞ্ছিতের ঘটনায় শিক্ষিকাদের মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগ নেতা লোকপ্রশাসন বিভাগের প্রভাষক লুবনা জেবিনকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকারা। গতকাল দুপুর ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা। এদিকে শিক্ষক সমিতির জরুরি কার্যনির্বাহী সভা শেষে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষিকারা। এ সময় ওই ছাত্রলীগ নেতার স্থায়ী বহিষ্কারের দাবি জানান তারা। জানা গেছে, রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে লোকপ্রশাসন বিভাগের প্রভাষক লুবনা জেবিনকে লাঞ্ছিত করেন ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আরজ মিয়া।

তাৎক্ষণিক তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, আমরা ওই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছি। বিষয়টি তদন্ত করে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর