শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

সিইসিকে তাবিথের খোলা চিঠি

সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশনের ‘নির্লিপ্ততার’ কঠোর সমালোচনা করেছেন ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ২৮ এপ্রিল অনুষ্ঠিত তিন সিটির নির্বাচনে বিজয়ী মেয়রদের শপথের পরদিন গতকাল গণমাধ্যমে পাঠানো ‘প্রধান নির্বাচন কমিশনার সমীপে খোলা চিঠি’ তে তিনি এ সমালোচনা করেন। খবর বিডিনিউজ। ভোটে ‘অনিয়ম ও নির্বাচন কমিশনের প্রশ্নবিদ্ধ ভূমিকা’র বিষয়ে তিন পৃষ্ঠার চিঠি লেখেন তাবিথ। তিনি সিইসির উদ্দেশে লিখেছেন, ‘আপনাদের কর্মকাণ্ড ও নির্লিপ্ততার কারণে পুরো নির্বাচনী ব্যবস্থাপনার ওপরই জনগণের আস্থা চুরমার হয়ে গেছে; এরপরও আপনি কি মনে করেন যে সাংবিধানিক এ পদটির প্রতি আপনি আদৌ সুবিচার করছেন?’ চিঠিতে আরও বলা হয়, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসন সাংবিধানিকভাবেই নির্বাচন কমিশনের আওতাধীন থাকে, যাতে দলমতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ ও কঠোরভাবে এ দায়িত্ব পালন সম্ভব হয়। অথচ আমাদের দুর্ভাগ্য, সাংবিধানিক ও আইনানুগ ক্ষমতার অধিকারী হয়েও বর্তমান নির্বাচন কমিশন তাদের ওপর আরোপিত দায়িত্ব পালনে কেবল ব্যর্থতার পরিচয়ই দেয়নি, এ প্রতিষ্ঠানটি সরকারের আজ্ঞাবহ অঙ্গসংগঠনে পরিণত হয়েছে।
তিনি ভোটের অনিয়মের জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
 

সর্বশেষ খবর