শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

নির্বাচনব্যবস্থার পরিবর্তন চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভায় নির্বাচনব্যবস্থার আমূল পরিবর্তন দাবি করে বলা হয়েছে, বিদ্যমান নির্বাচনব্যবস্থায় অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের অবকাশ নেই। গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ‘ভোটাধিকার, নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভায় বিশিষ্ট আলোচকরা এ কথা বলেন। তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার এখন এক গুরুতর হুমকির মধ্যে রয়েছে। ভোটাধিকার রক্ষা করাই এখন গণতন্ত্রের প্রধান চ্যালেঞ্জ। ভোটের অধিকার ছাড়াই ভোটের আয়োজন করা হচ্ছে।
সভায় বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী জোনায়েদ সাকি, বজলুর রশীদ, কাফি রতন, সাংবাদিক-লেখক সোহরাব হোসেন, মুহাম্মদ জাহাঙ্গীর, মোস্তফা কামাল মজুমদার, আবু সাইদ খান প্রমুখ।
 

সর্বশেষ খবর