শনিবার, ১৬ মে, ২০১৫ ০০:০০ টা

ডলারের মূল্য বৃদ্ধি পেলেও পদ্মা সেতুর কাজে সমস্যা হবে না

কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডলারের মূল্য বৃদ্ধি পেলেও পদ্মা সেতু নির্মাণ কাজের কোনো রকম সমস্যা হবে না। আগে যখন বাজেট হয় তখন ডলারের মূল্য কম ছিল। এখন মূল্য বেড়েছে তাই কস্টও বেড়েছে। আগামী ২০১৮ সালের শেষের দিকে মূল সেতুর কাজ শেষ হবে। তিনি গতকাল মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় পদ্মা সেতু কাজের সাইট পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন, সিনেহাইড্রো করপোরেশন, চায়না বেজর ব্রিজ কনসালটেন্টের প্রতিনিধি। মন্ত্রী বলেন, সড়ক ও সেতু উন্নয়নে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট দেওয়া হয়েছে। পদ্মা সেতুর বরাদ্দ ৮ হাজার ৭০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বোর্ড মিটিংয়ে এই বরাদ্দ ঘোষণা দেন। মিডিয়ার উদ্দেশে তিনি বলেন, কিছু কিছু মিডিয়া অসত্য নিউজ দিয়েছে তা একদম ভুল। আমি কোনো দ্বিধা না করে বলতে চাই, মূল পদ্মা সেতুর কাজে আমাদের সিডিউল থেকে আমরা একদিনও পিছপা হব না।

সর্বশেষ খবর