বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির দুই দশক পূর্তি উদযাপিত

নাচ, গান, সম্মাননা প্রদানসহ নানা বর্ণাঢ্য আয়োজনে গতকাল উদযাপিত হলো ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দুই দশক পূর্তি। সকালে সেগুনবাগিচার ডিআরইউ চত্বরে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। এরপর সাগর-রুনি মিলনায়তনে ‘শুভ শুভ শুভ দিন, ডিআরইউর জন্মদিন’ এ স্লোগানে সংগঠনটির বর্তমান ও সাবেক নেতারা অন্য সদস্যদের উপস্থিতিতে কেক কাটেন। পরে ডিআরইউর প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের স্বজন ও পরিবারের সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।  বিকালে বিশিষ্ট অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন পর্যায়ে শুভেচ্ছা জানান বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনপি নেতা ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শুভেচ্ছা জ্ঞাপন পরবর্তী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের ছন্দ আর নাচের মুদ্রায় উপস্থিত সবাইকে বিমোহিত করে রাখেন দেশবরেণ্য শিল্পীরা।
 

সর্বশেষ খবর