সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
বাসের হেলপারসহ গ্রেফতার ২

সাউন্ডবক্সে ৫০ হাজার ইয়াবা

এবার যাত্রীবাহী বাসে রাখা সাউন্ডবক্স থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে র‌্যাব-১ এর একটি দল ইয়াবা ব্যবসায়ী আবদুল আলীম শেখ (৫০) ও বাস হেলপার শাহজাহান আলীকে (৩৬) গ্রেফতার করে। সন্ধ্যায় উত্তরার র‌্যাব-১ এর কার্যালয়ে তাদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাসযোগে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে বড় একটি মাদকের চালান যাবে। এই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উত্তরার ৫ নম্বর সেক্টর থেকে সেই মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-১৩-৩০৭৪) আটক করা হলেও তাতে কোনো ইয়াবা পাওয়া যায়নি। তবে মাইক্রোবাস চালক আবদুল আলীমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, কৌশল পরিবর্তন করে মাইক্রোবাসের বদলে আন্তঃজেলা বাসের মাধ্যমে মাদকের চালানটি পাঠানো হয়েছে। মাদক বহনের সঙ্গে বাসের হেলপারেরাও জড়িত। র‌্যাব অধিনায়ক আরও বলেন, আমরা জানতে পারি ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৬৬৮১) করে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছে। খোঁজ নিয়ে র‌্যাব জানতে পারে বাসটি মতিঝিল এলাকা অতিক্রম করছে। তাৎক্ষণিকভাবে আশুলিয়া এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে শ্যামলীর ওই বাসটি গেলে তল্লাশি চালিয়ে সাউন্ডবক্সে ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

 

সর্বশেষ খবর