সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

কারওয়ানবাজারে নিষিদ্ধ মাছ পাঁচজনকে জরিমানা

রাজধানীর কারওয়ানবাজারে মাছের আড়তে গতকাল র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা এবং জেলি মিশ্রিত গলদা-বাগদা চিংড়ি মাছ জব্দ করেছে। এ ঘটনায় পাঁচ মাছ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, কয়েক বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় নিষিদ্ধ পিরানহা মাছ (সামুদ্রিক চান্দা) চাষ ও বাজারজাত করে আসছে। অভিযান চালিয়ে ৫০০ কেজি জেলিপুশ গলদা, বাগদা চিংড়ি ও ২০০ কেজি বিক্রয় নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়েছে। মাছ মজুদ ও বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী মাহবুবকে এক মাসের কারাদণ্ড, বশিরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড, দেবাশিষ মণ্ডলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড, সাইদুর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড ও সফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করেছেন।
 

সর্বশেষ খবর