শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
প্রকাশিত খবরে তোলপাড়

বাংলাদেশ প্রতিদিন-এর নাটোর প্রতিনিধিকে হত্যার হুমকি

বাংলাদেশ প্রতিদিন-এ 'হঠাৎ বিতর্কে ওরা' শীর্ষক সংবাদ প্রকাশ হওয়ার পর নাটোরে তোলপাড় শুরু হয়েছে। গতকাল সকালে সংবাদপত্রটি নাটোরে পৌঁছার কিছুক্ষণের মধ্যেই সব কপি বিক্রি হয়ে যায়। অবশেষে ফটোকপির দোকান থেকে এই সংবাদ শত শত কপি করে বিক্রি শুরু হয়। এদিকে এই সংবাদের কারণে বাংলাদেশ প্রতিদিন-এর নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া শুরু হয়েছে। এই প্রতিনিধিকে বলা হয়েছে, 'যেখানেই পাওয়া যাবে সেখানেই কোপানো হবে।' জানা গেছে, হুমকিদাতা সাবি্বর বাহিনীর সদস্যরা মোটরসাইকেল বহর নিয়ে প্রতিনিধির দক্ষিণ বড়গাছার বাসভবন, নাটোর প্রেসক্লাবের আশপাশসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় মহড়া দিয়েছে। এ ছাড়া গতকাল জুমার নামাজের পর সন্ত্রাসী রেদওয়ান সাবি্বর ওরফে হ্যান্ডকাপ সাবি্বর (০১১৯২-০২৬৭৫৮) ফোন করেন নাটোর প্রতিনিধিকে। তিনি বলেন, 'তুই শিমুল ভাইয়ের বিরুদ্ধে লিখেছিস, তোকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করে মারা হবে। তোকে কেউ বাঁচাতে পারবে না।' এদিকে বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের জন্য ভুক্তভোগী এবং সাবি্বর বাহিনীর অপহরণ ও নির্যাতনের শিকাররা ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

সর্বশেষ খবর