শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছেন জিয়া : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দিয়েই খ্যান্ত হননি, দেশে-বিদেশে তাদের প্রতিষ্ঠিত করেছেন। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনার আয়োজন করে। আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, ঢাবির ফার্মেসি অনুষদের সাবেক ডিন আ ব ম ফারুক প্রমুখ। ঢাবি উপাচার্য আরও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত না হলে বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রে পরিণত হতো।

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারাই পরবর্তীতে দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন। তাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হয়েছে। শুধু বঙ্গবন্ধুর খুনিদের বিচার করলেই হবে না, যারা পিছন থেকে এ হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছে, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করতে হবে। যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তারা স্বাধীন বাংলাদেশ চায় না বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ খবর