শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

হায়দরাবাদে বাংলাদেশি নাগরিকসহ আটক ৬

দুই বাংলাদেশি নাগরিকসহ ছয়জনকে আটক করেছে ভারতের হায়দরাবাদ পুলিশ। এদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন মিয়ানমারের নাগরিকও রয়েছে। বাকি দুজন ভারতীয় বলে জানা গেছে।  বৃহস্পতিবার রাতে হায়দরাবাদের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- মো. নাজির, ফয়সল মোহাম্মদ, জয়নাল আবেদিন ওরফে মো. ওসমান, জিয়াউর রহমান, মাসুদ আলি খান এবং সোহেল পারভিজ খান। গতকাল হায়দরাবাদ পুলিশ কর্মকর্তা প্রভাকর রাও জানান, ভুয়া পরিচয়পত্র এবং অবৈধ পাসপোর্ট তৈরি করে প্রায় ১৫ জন যুবককে বিদেশে পাঠানো হয়েছে। এতে মূল হোতা ছিলেন বাংলাদেশি নাগরিক মো. নাজির। নাজির ৩০ বছর আগে বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যান। এরপর ২০১০ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। বাংলাদেশের জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদের (হুজি) সদস্য জব্বারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে নাজিরের।
 বাংলাদেশ এবং মিয়ানমারের বাসিন্দাদের ভুয়া পাসপোর্ট পাইয়ে দেওয়ার কাজে নাজির যুক্ত।

সর্বশেষ খবর