বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ। দৃষ্টিপ্রতিবন্ধীদের নিরাপদে চলাফেরা নিশ্চিত করতে ১৯৬৯ সাল থেকে প্রতি বছর ১৫ অক্টোবর দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ শোভাযাত্রা, আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ন্যাশনাল সোসাইটি অব দ্য ব্লাইন্ড অ্যান্ড পারশিয়ালি সাইটেড। বর্তমানে দেশে প্রায় ৩৫ লাখ দৃষ্টিপ্রতিবন্ধী আছে। অপুষ্টি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, পোলিও, এসিড নিক্ষেপসহ বিভিন্ন দুর্ঘটনায় দিন দিন দৃষ্টিপ্রতিবন্ধীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর