বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কবি হাসান হাফিজের আজ ৬০তম জম্নবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ ১৫ অক্টোবর। সত্তর দশকের শক্তিমান কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৬০তম জম্নবার্ষিকী। ১৯৫৫ সালের এই দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামে তার জম্ন। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে সাংবাদিকতা করছেন। দৈনিক বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিক জীবনের সূচনা। কাজ করেছেন কলকাতার সাপ্তাহিক দেশ (বর্তমানে পাক্ষিক), দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টেলিভিশন ও দৈনিক আমার দেশ-এর সঙ্গে।  হাসান হাফিজের লেখা মৌলিক ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৩০। এর মধ্যে কাব্যগ্রন্থ ৪৫টি। তার কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দু, আরবি ও ফার্সি ভাষায়। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বেশকিছু পুরস্কার অর্জন করেন। হাসান হাফিজ বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক, বাংলা একাডেমির জীবন সদস্য। তার জম্নদিন উপলক্ষে লিটল ম্যাগাজিন ‘দাগ’ বিশেষ সংখ্যা প্রকাশ করছে। Ñ বিজ্ঞপ্তি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর