রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শেখ রাসেলের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

শেখ রাসেলের জন্মদিন আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। রাসেলকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্য বাবা-মা-ভাইদের সঙ্গে নির্মমভাবে হত্যা করে। ধানমন্ডির বাসভবনে ঘাতকরা যখন হত্যাকাণ্ড ঘটাচ্ছিল তখন শিশু রাসেল বলেছিল, ‘আমাকে তোমরা মেরো না, আমি মায়ের কাছে যাব।’ পাষণ্ডরা তাকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে একটি রুমে আটকে গুলি চালিয়ে হত্যা করে। নিহত হওয়ার সময় ১১ বছর বয়সী রাসেল  ইউনিভার্সিটি ল্যাবরেটরি হাইস্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।  শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়াও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল সাড়ে ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের কবর জিয়ারত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ-মাগরিব বঙ্গবন্ধু ভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআন খানি, বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে শহীদ শেখ রাসেলের বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মসূচি : এদিকে দেশের শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেখ রাসেলের জন্মদিন পালন করবে। ক্লাবের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম জানান, বাদ আসর বনানী কবরস্থানে শেখ রাসেলের কবর জিয়ারত করা হবে এবং পরে বনানী মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল ক্লাবে জন্মদিনের কেক কাটা হবে।   

সর্বশেষ খবর