রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিএনপিতে ফের বিভক্তি ২৩ ওয়ার্ডে পাল্টা কমিটি

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগর বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল নগরীর ভাতালিয়ায় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী পংকীর কার্যালয়ে তৃণমূল বিএনপির ব্যানারে সংবাদ সম্মেলন করে আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি তারা মহানগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে পাল্টা কমিটিও ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের ওয়ান-ইলেভেনের দালাল হিসেবে আখ্যায়িত করা হয়। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে আহ্বায়ক কমিটির নেতারা দাবি করেছেন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে দালালরাই নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে এ রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালের ৮ নভেম্বর কেন্দ্র থেকে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকে দলের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত সেপ্টেম্বরে আহ্বায়ক কমিটি মহানগরীর ২৭টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। এর পর অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে রূপ নিতে থাকে। সরকারবিরোধী বিগত আন্দোলনেও ওই নেতাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। আন্দোলন থেকে দূরে থাকতে কেউ স্বেচ্ছায় কারাবরণ করেছেন, আবার কেউ ছিলেন আত্মগোপনে। নেতারা বিগত আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখে যেসব নেতা রাজপথে ছিলেন তাদের দিয়ে মহানগর বিএনপির কমিটি গঠনের দাবি জানান। এ ছাড়া আহ্বায়ক কমিটি ঘোষিত ২৭টি ওয়ার্ড কমিটিকে পকেট কমিটি’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনকারীরা ২৩টি ওয়ার্ডে নতুন কমিটি ঘোষণা করেন। বাকি ৪টি ওয়ার্ডের কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল মিয়া।

এদিকে, তৃণমূল বিএনপির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন অবৈধ দাবি করে সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব বদরুজ্জামান সেলিম বলেন, আমাদের কোথাও ঘরোয়া বৈঠক করতে দিচ্ছে না পুলিশ। অথচ পূর্ব ঘোষণা দিয়ে তারা সংবাদ সম্মেলন করেছে। এতেই বোঝা যায় যারা সংবাদ সম্মেলন করেছেন তারা সরকারের আশীর্বাদপুষ্ট।

সর্বশেষ খবর