রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রেমিক যুগলের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে একই কক্ষ থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। দুজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। এরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা ও উদয়ন ডেন্টাল কলেজের শিক্ষার্থী আবদুল মমিন (২২) এবং রাজশাহীর পবা উপজেলার শিতলার বাসিন্দা রাজশাহী ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের আওতাধীন নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন (১৯)। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, তিন মাস আগে নগরীর চণ্ডীপুরের মোশাররফের বাড়ি ভাড়া নেন তারা। বাড়ির দ্বিতীয় তলায় শারমিন ও নিচতলায় থাকতেন আবদুল মমিন। শুক্রবার গভীর রাতের কোনো এক সময় তারা আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সম্পর্ক দুই পরিবার মেনে না নেওয়ায় আত্মহত্যার এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। সেই সিরিঞ্জের মাধ্যমে প্রথমে শারমিন আত্মহত্যা করে। এরপর মমিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইনজেকশনের ভেতরে কী ধরনের বিষ ছিল তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, শুক্রবার রাত থেকে তাদের ঘরের দরজা বন্ধ থাকতে দেখা যায়। কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকেন। এর মধ্যে মমিনের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং শারমিনের লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়। যাতে লিখা ছিল, ‘মৃত্যুর পরে আমাদের দুজনের কবর যেন একসঙ্গে দেওয়া হয়’। এতে করে প্রাথমিকভাবে তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

সর্বশেষ খবর