রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

উপদেশদাতাদের দেশে ভয়াবহ ঘটনা ঘটছে - মেনন

নিজস্ব প্রতিবেদক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিদেশি খুন হওয়ার ঘটনায় পর্যটনসহ বিভিন্ন বিষয়ে অনেকে উপদেশ দিচ্ছেন। অথচ তাদের দেশে এর থেকেও ভয়াবহ ঘটনা ঘটছে। দুই বিদেশি খুনের ঘটনার পর নিজ দেশের নাগরিকদের চলাচলে কয়েকটি পশ্চিমা দেশের সতর্কতা জারির পেছনে ষড়যন্ত্র আছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়ার গতিকে থামিয়ে দিতে এ ষড়যন্ত্র চলছে।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত টেকসই উন্নয়নে পরিবেশ ও পর্যটনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াসিন আলী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সন্তোষ কুমার দেব প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিয়াউল হক হাওলাদার।

সর্বশেষ খবর