সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ছিনতাইয়ের কথা স্বীকার ফুয়াদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য বুলবুল আহমেদ ওরফে ফুয়াদ। গতকাল মহানগর হাকিম নুরে আলম ভুঁইয়ার আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, রবিবার ফুয়াদ ছিনতাইয়ের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রসঙ্গত, গত ৫ অক্টোবর নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় জেএমবির একটি আস্তানায় অভিযান চালিয়ে হ্যান্ডগ্রেনেড ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় জেএমবির সামরিক প্রধান জাবেদসহ পাঁচজনকে আটক করা হয়। জাবেদ ৬ অক্টোবর ভোরে নগর গোয়েন্দা পুলিশের সঙ্গে আরেকটি অভিযানে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়। বুলবুল আহমেদ ওরফে ফুয়াদসহ বাকি চারজনকে ইতিমধ্যে দুদফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ খবর