সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টেক্সাস ডিটেনশন সেন্টার থেকে মুক্ত ১১ বাংলাদেশি

প্রতিদিন ডেস্ক

রাজনৈতিক আশ্রয়ের দাবিতে অনশন শুরুর ৪৮ ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বিভাগের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো ডিটেনশন সেন্টার থেকে ১১ বাংলাদেশিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের আগামী মাসে পুনরায় ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। ওই সময় তাদের আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। খবর এনআরবি নিউজ।

এদিকে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশিসহ মোট ৪৩ জন ওই দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশি ছাড়াও পাকিস্তান এবং আফগানিস্তানের তিনজন অনশন করছেন। এদিকে অনশনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আমেরিকায় অবস্থানরত এক দল সতীর্থ গত ১৭ অক্টোবর বিকালে এল পাসো ডিটেনশন সেন্টারের সামনে মানববন্ধন করেন। ‘ডিটেইন মাইগ্র্যান্ট সলিডারিটি কমিটি’র ব্যানারে এই মানববন্ধনের সময় দাবি মেনে নেওয়ার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সর্বশেষ খবর