মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

লাখো তারুণ্যের কর্মসংস্থান হবে ওয়ালটনে : পলক

গাজীপুর প্রতিনিধি

২০২১ সালের মধ্যে ওয়ালটন হাইটেক পার্কে ১ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হবে। ওয়ালটন হাইটেকে এখন পর্যন্ত ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ওয়ালটন এখন জাতীয় গর্বে পরিণত হয়েছে। ওয়ালটন দক্ষতা, যোগ্যতা এবং সার্ভিস দিয়ে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ওয়ালটন বাংলাদেশের মানুষের সামনে সাফল্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা আইসিটি খাতের বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করবে।

প্রতিমন্ত্রী গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ফ্যাক্টরি কমপ্লেক্স পরিদর্শন শেষে তার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। এ সময় তিনি ওয়ালটনের নব-নির্মিত ই-কমার্স ওয়েব সাইটের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী ওয়ালটন কারখানায় পৌঁছলে তাকে শুভেচ্ছা জানান ওয়ালটন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, ওয়ালটনের পরিচালক রেজাউল আলম শামীম ও মঞ্জুরুল ইসলাম অভি, নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, লে. কর্নেল (অব.) আবদুল কাদের, কর্নেল (অব.) এসএম শাহাদাত আলম প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর