শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
প্রভাবশালীর কীর্তি

গাজীপুরে গৃহবধূকে আটকে রেখে মারপিট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরের বানিয়ারচালা গ্রামে প্রভাবশালী দুলাল মুন্সী (৪৫) এক গৃহবধূকে আটকে রেখে বেদম মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ আটক অবস্থা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করেছে এবং তাকে এখন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে। মারপিটের শিকার সজীবের স্ত্রী হ্যাপী আক্তার জানিয়েছেন, তাকে অপহরণ করে আটকে রেখে অনৈতিক কাজের জন্য চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি করানোর জন্য বেদম প্রহার করা হয়েছে। এর একপর্যায়ে তিনি তার বাবার কাছে খবর পাঠাতে সমর্থ হন। পরে বাবা হেলাল উদ্দিন পুলিশকে জানিয়ে তাকে উদ্ধারের ব্যবস্থা করেন।

গাজীপুর হোতপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, ওই গৃহবধূর বাবা তার মেয়েকে আটকে রাখার খবর জানান। এরপর গত রবিবার সকালে পুলিশ দুলাল মুন্সীর বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ সময় থেকে দুলাল মুন্সী ও তার পরিবারের পুরুষ সদস্যরা পলাতক রয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাঈদা সুলতানা জানান, হ্যাপীর শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। অভিযুক্ত দুলাল মুন্সীর ব্যাপারে ভাওয়ালগড় ইউনিয়নের সদস্য আতাব উদ্দিন জানান, দুলাল মুন্সী বিচার শালিসের কাজ করেন।

সর্বশেষ খবর