শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

উচ্চ আদালতে যাচ্ছেন বঙ্গবীর

নিজস্ব প্রতিবেদক

মনোনয়নপত্র বাতিলের প্রতিকার চাইতে সর্বোচ্চ আদালতে যাবেন টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, আমি ঋণখেলাপি নই। গত মাসে (সেপ্টেম্বর) ঋণের পুনঃ তফসিল করা হয়েছে। অথচ আমাকে ঋণখেলাপি দেখিয়ে মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। ব্যাংক আমার সঙ্গে ছলনা করেছে। প্রতিকার চাইতে কাল-পরশু আদালতে যাব। তিনি জানান, তার ও তার স্ত্রীর মনোনয়নের বিষয়টি যাই হোক, তার দল কৃষক শ্রমিক জনতা লীগ এ নির্বাচনে অংশ নেবে। তিনি গতকাল মতিঝিলের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন। উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম। আগামী ১০ নভেম্বর এ আসনে নির্বাচন হবে।

সর্বশেষ খবর