মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সংসদে কর্মরতদের ফ্ল্যাট নির্মাণ কাজ শেষ হয়নি

নিজস্ব প্রতিবেদক

১৬ মাস পেরিয়ে গেলেও জাতীয় সংসদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৪৮টি ফ্ল্যাট নির্মাণের কাজ এখনো প্রায় অর্ধেক বাকি।  প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে গত বছরের জুনে। তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি ৬৯ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুনের মধ্যেই বাকি কাজ সম্পন্ন করা হবে।

সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, ৮টি ভবনের একটির নির্মাণকাজও শেষ হয়নি। একটির গাঁথুনি শুরু ও তিনটি ভবনের শুধু গাঁথুনি শেষ হয়েছে। প্রকল্প এলাকার রাস্তাঘাট, পানি, বিদ্যুৎসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত হয়নি। জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল ১৬ হাজার ৪২১ কোটি টাকা। সেটি সাড়ে ৫ হাজার কোটি টাকা বেড়ে হয়েছে ২১ হাজার ৮৪৭ কোটি ১৪ লাখ। এ পর্যন্ত প্রকল্পের জন্য টাকা ছাড় করা হয়েছে ১১ হাজার ৭০৩ কোটি ৬ লাখ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর