শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দুই দুর্গম পর্বত অভিযানে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক

নেপালের অন্যতম দুর্গম পর্বত ‘আমা-দাব্লাম ও কেয়াজো-রি শিখর অভিযানে যাচ্ছে বাংলাদেশ দল। ২৭ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে দলটি। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আমা-দাব্লাম শিখরে প্রথম এবং কেয়াজো-রি শিখরে বাংলাদেশ দলের দ্বিতীয় অভিযান এটি। সম্মেলনে অভিযাত্রীদের উৎসাহ দিয়ে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং জোহেব আহমেদ, বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, জনতা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাসান ইকবাল, অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক বক্তব্য দেন। সম্মেলনে অভিযাত্রী দলের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, অভিযাত্রীরা দুর্গম পথ পাড়ি দিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনেন। তাদের সাধুবাদ জানাই ও সাফল্য কামনা করছি। দেশের জন্য যারা ঝুঁকি নেন তাদের জন্য বড় বড় ব্যবসায়ী ও শিল্পপতির এগিয়ে আসা উচিত। পর্বতারোহী দলটি ২৭ অক্টোবর নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করে ২০ দিনের অভিযানে কেয়াজো-রি শিখর (২০ হাজার ২৯৫ ফুট) আরোহণ করবে। গত বছর তুষারপাতের ফলে বাংলাদেশ দলের এ পর্বত অভিযান ব্যর্থ হয়। এভারেস্ট জয়ী এম এ মুহিতের নেতৃত্বে এ অভিযানে অংশ নেবেন নূর মোহাম্মদ, কাজি বাহলুল মজনু, শামীম তালুকদার, ইকরামুল হাসান শাকিল, শায়লা পারভীন ও ফৌজিয়া আহমেদ। কেয়াজো-রি শিখর অভিযান শেষে দলের ছয় সদস্য দেশে ফিরবেন এবং দলনেতা এম এ মুহিত আমা-দাব্লাম (২২ হাজার ৩৫০ ফুট) অভিযান শুরু করবেন। ১৫ দিনে তার এ অভিযান সম্পন্ন হবে। অভিযান পরিচালনা করছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।

 এতে যৌথভাবে স্পন্সর করছে এপেক্স গ্রুপ, শাহ্ সিমেন্ট, বিজিএমইএ, বার্জার পেইন্ট্স বাংলাদেশ লিমিটেড ও জনতা ব্যাংক লিমিটেড।

সর্বশেষ খবর