শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘কারবালা অন্যায় মোকাবিলার দৃষ্টান্ত’

অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী বলেছেন, প্রত্যেক মুসলমানকে আহলে বায়াতের আদর্শ ও প্রেম-মুহব্বত অন্তরে পরিপূর্ণভাবে ধারণ করতে হবে। না-হক ও বাতিলের সঙ্গে আপস নয়। ইসলামে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে ষড়যন্ত্রকারীদের সব অপচেষ্টা নস্যাৎ হয়ে যাবে। দুষ্টচক্রের আসল রূপ ও চরিত্র জনসমক্ষে উম্রোচিত হবে। সপরিবারে জীবন উৎসর্গের মাধ্যমে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন (রা.) বিশ্ববাসীর জন্য এ সত্যটি প্রতিষ্ঠা করেছেন। কারবালার শোকাবহ এই দিন যুগে যুগে অন্যায়-অসত্য মোকাবিলায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গতকাল রাউজান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে ৬৩তম পবিত্র আশুরা মাহফিলে তিনি বক্তব্য দিচ্ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য দেন মুহাম্মদ ইব্রাহিম হানফী, বদিউল আলম আহমদী, মুফতি কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকি, মোহাম্মদ আশেকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর