সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

সাবেক এমপিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রতিদিন ডেস্ক

মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপিসহ ময়মনসিংহ ও হবিগঞ্জে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, মানবতাবিরোধী অপরাধে ত্রিশালের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিছুর রহমান মানিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহের ৩ নম্বর আমলি আদালতে এ মামলা করেন উপজেলার বারইগাঁও গ্রামের মো. হাফিজ উদ্দিন। মামলায় সাবেক এমপি মানিক ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, মানিকের ভাই মোখলেছুর রহমান মুকুল, সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির ও সুলতান আহমেদ ফকির। অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় স্থানীয় বারইগাঁও গ্রামের হাফিজ উদ্দিনের বাড়িসহ আরও কিছু বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করেন বালিপাড়া ইউনিয়ন রাজাকার বাহিনীর কমান্ডার আনিছুর রহমান মানিকের নেতৃত্বে রাজাকার সদস্যরা। মুক্তিযুদ্ধের সময় আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত মুক্তিযোদ্ধা আবদুল হামিদকে হত্যা, সংখ্যালঘু লোকদের জোরপূর্বক ধর্মান্তরিত করা এবং নরেন্দ্রনাথসহ অসংখ্য লোককে হত্যা করারও অভিযোগ রয়েছে এ রাজাকারের বিরুদ্ধে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার জানান, বিচারক মিটফুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন। এদিকে হবিগঞ্জ প্রতিনিধি জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তৎকালীন পূর্ব পাকিস্তান নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় নেতা মাওলানা মো. সফিউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা হয়েছে। গতকাল দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস কামাল। বিচারক মো. কাউসার আলম মামলা তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখার প্রধান সমন্বয়ক বরাবর প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর