সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রংপুরে জাপা নেতা খুনে ২২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগাছায় জাতীয় পার্টির নেতা সদরুল ইসলামকে হত্যার ঘটনায় স্থানীয় এক ইটভাটা মালিকসহ ২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্ত্রী শিরীন আক্তার শনিবার রাতে পীরগাছা থানায় এই মামলা করেন। স্থানীয় ইটভাটা ‘এম এম ব্রিকস’-এর মালিক আসাদুজ্জামান রুজু (৪৮) ও তার ছোট ভাই রাহাতকে (৩৭) এ মামলায় প্রধান আসামি করা হয়েছে। ওই ইটভাটার কাছেই শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুন হন ইটাকুমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সদরুল। চার-পাঁচজন দুর্বৃত্ত মোটরসাইকেল আটকে তাকে কুপিয়ে হত্যা করে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ওই ইটভাটা নিয়ে দ্বদ্বের জেরেই সদরুল খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর