সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রংপুরে বাসে পেট্রলবোমা হামলা মামলার সাক্ষ্য গ্রহণ পেছাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসে পেট্রলবোমা মেরে ছয় যাত্রী হত্যা ও ৩০ জনকে দগ্ধ করার অভিযোগে করা মামলার সাক্ষ্য গ্রহণ পেছাল। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দিতে হাজির হন মামলার বাদী মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক। ‘প্রস্তুতি’ না থাকায় সাক্ষ্য গ্রহণের দিন পেছানোর আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। আদালত আবেদন আমলে নিয়ে আগামী ৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল মালেক জানিয়েছেন। এর আগে কারাগারে থাকা ৫১ আসামিকে আদালতে হাজির করা হয়। গত ১০ অক্টোবর জামায়াত-শিবিরের ১৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সর্বশেষ খবর