শিরোনাম
সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
বাংলাদেশ উপজেলা পরিষদ

অ্যাসোসিয়েশনের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

হস্তান্তরিত বিভাগসমূহ পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের যুক্ত করার দাবি জানিয়েছেন উপজেলা চেয়ারম্যানরা। এ ছাড়া তারা বলেন বেতন-ভাতা অফিস পরিচালনাসহ সব ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যানদের অনুমোদন নিতে হবে। হস্তান্তরিত বিভাগের কোনো সংরক্ষিত বিষয় রাখা যাবে না। গতকাল উপজেলা চেয়ারম্যানদের এক অনুষ্ঠানে চেয়ারম্যানরা এসব দাবি জানান। এদিকে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। গতকাল ঢাকায় সংগঠনের নিজস্ব অফিসে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদের এনজিও কার্যক্রমের ক্ষেত্রে সব চেয়ারম্যানকে যুক্ত করতে হবে। গতকাল দুই পর্বে শতাধিক চেয়ারম্যানের উপস্থিতে এই অনুষ্ঠান হয়। প্রথম পর্বে চেয়ারম্যানরা উম্মুক্ত আলোচনায় অংশ নেন। পরে দুপুরের দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান  গোলাম সারওয়ার ও জয়েন্ট সেক্রেটারি নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামচুদ্দিন (কালু)।

সর্বশেষ খবর