সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বদলে যাচ্ছে ওদের জীবন

বিলুপ্ত ছিটবাসীকে আড়াই কোটি টাকার সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানচিত্রে সদ্য যোগ হওয়া ছিটমহলবাসীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের জীবনমান উন্নয়নে প্রায় আড়াই কোটি টাকার উন্নয়ন সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে রয়েছে শিক্ষা-উপকরণ, ওষুধ, সেলাই মেশিন, নলকূপসহ বিভিন্ন সরঞ্জাম। এ ছাড়াও ছিটমহলের ক্ষুদ্র কৃষক ও নারীদের মধ্যে সহজ শর্তে কৃষি, এসএমই ঋণ বিতরণ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ১১১টি বিলুপ্ত ছিটমহলবাসীর মধ্যে ৩৩৪টি নলকূপ, ১৯২টি স্যানিটারি ল্যাট্রিন, ১০টি স্প্রে মেশিন, বিপুল পরিমাণ ওষুধ দেওয়া হয়েছে। শিক্ষা কার্যক্রমের আধুনিকায়নে ১৯টি কম্পিউটার, ১৩০০টি স্কুলব্যাগ, ৪২ লাখ টাকা ব্যয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ, ১৫ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান, ১০০টি স্কুল বেঞ্চ, কর্মসংস্থানের জন্য ৯০টি সেলাই মেশিন, ১৮৩টি বাইসাইকেল, ১১০টি ভ্যানগাড়ি, ১৪৬ বান্ডিল ঢেউটিন, ৩০টি গরু, শীত নিবারণের জন্য ৫১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। ছাড়া, ছিটমহলগুলোতেও ব্যাংকগুলোকে শাখা স্থাপন করে কৃষিঋণ, এসএমই ঋণ, কর্মসংস্থান ঋণ, মহিলা উদ্যোক্তা ঋণসহ নানামুখী ব্যাংকিং সেবা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি, এসএমইসহ উৎপাদনমুখী ও পরিবেশবান্ধব খাতগুলোতে ঋণের জোগান বাড়ানো, কৃষক ও দরিদ্রদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া, বর্গাচাষিদের জন্য বিশেষ ঋণ, আমদানি-নির্ভর ফসল চাষে কম সুদে ঋণ, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ও কমসুদে ঋণের সুযোগ সৃষ্টি, দ্রুত ও কম খরচে টাকা পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিং প্রবর্তন, উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এই প্রক্রিয়া আরও জোরদার করার উদ্যোগ গ্রহণ করবে কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাত।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর