সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ভারতের কারাগারে বিদেশি বন্দীর শীর্ষে বাংলাদেশ

কলকাতা প্রতিনিধি

ভারতের বিভিন্ন কারাগারে বন্দী বিদেশি নাগরিকদের মধ্যে অর্ধেকই বাংলাদেশি এবং রোহিঙ্গা। খবর টাইমস অব ইন্ডিয়ার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-এর তথ্য উদ্ধৃত করে গতকাল এই দৈনিকটিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দী বিদেশি নাগরিকের শতকরা হার ৪৭। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলিম। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশের সময়ই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে রোহিঙ্গারা আটক হয়েছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানাচ্ছে বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি না থাকায় সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও অনেক বাংলাদেশি বিভিন্ন কারাগারে বন্দী আছেন। এনসিআরবি তথ্য অনুযায়ী ভারতের বিভিন্ন কারাগারে ছয় হাজারেরও বেশি বিদেশি বন্দীর মধ্যে পশ্চিমবঙ্গের কারাগারেই আছে ২ হাজার ৯৩৫ জন। এর মধ্যে ১ হাজার ১১৩ জন বন্দী দোষী সাব্যস্ত হয়েছে। বাকিরা এখনো বিচারাধীন অবস্থায় আছে।

সর্বশেষ খবর