সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

‘মেডিকেল প্রশ্ন ফাঁসের সত্যতা নেই’

প্রতিদিন ডেস্ক

তদন্ত করলেও মেডিকেলে প্রশ্ন ফাঁসের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বিডিনিউজ। বাংলাদেশে চিকিৎসকদের সংগঠনটি গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ‘ভিত্তিহীন ও অমূলক’। চলতি বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে শিক্ষার্থীদের আন্দোলনের একপর্যায়ে এক দল নাগরিক ‘গণতদন্ত কমিটি’ গঠন করে। ওই কমিটি গঠনের পর বিএমএ অভিযোগ তদন্তের উদ্যোগ নেয়। বিএমএর বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তথ্য ও প্রমাণ চাওয়া হলেও তারা তা দিতে পারেননি। গত ১৯ অক্টোবর শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে সভায় তাদের কাছে এ সংক্রান্ত তথ্য ও প্রমাণে চাওয়া হলে তারা দিতে পারেননি। তথ্য ও প্রমাণ দেওয়ার জন্য আরও সময় চাইলে বিএমএ ২১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত সময় দেয়। কিন্তু তারা এতে অপারগতা প্রকাশ করে এবং কবে তথ্য ও প্রমাণ দিতে পারবে, এমন কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় দিতে পারেননি। এ ঘটনা পর্যালোচনা করে এটাই মনে হচ্ছে যে, মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছে, তার নৈতিক ও সুনির্দিষ্ট ভিত্তি নেই। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর