বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

কলা চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির‌্যাতন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে কলা চুরির অপবাদে রেজাউল করিম (১২) নামে এক কিশোরকে বেঁধে নির‌্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জলছত্র বাজারে কলা বিক্রি করতে আসলে ওই কিশোরকে চুরির অপবাদ দিয়ে আটক করা হয়। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে দফায় দফায় মারধর করা হয়। কিশোর রেজাউল বনাঞ্চলের ঝাটারবাইদ এলাকার পলটপাড়ার গরু ব্যবসায়ী আলতাব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রেজাউল দুদিন আগে একই এলাকার হারুন ও অপর এক ব্যক্তির বাগান থেকে দু ছড়ি কলা চুরি করে গতকাল সকালে বাজারে বিক্রি করতে এসে ধরা পড়ে। পরে তার গলায় জুতার মালা পরিয়ে সারা বাজার ঘুরিয়ে বাজার সংলগ্ন অগ্নিসেনা ক্লাবের সামনে একটি খুঁটিতে তাকে বেঁধে রাখা হয়। এরপর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় তাকে বেদম প্রহার করেন শাহাদত ও রেজাউলসহ কয়েক যুবক। এদিকে, বাজার থেকে মাত্র ২০০ গজ দূরে অরণখোলা পুলিশ ফাঁড়ি অবস্থিত।  রেজাউলকে পুলিশে না দিয়ে বেঁধে মারধরের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানতে চাইলে অগ্নিসেনা ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহিম কিশোরকে নির‌্যাতনের বিষয়টি অস্বীকার করেন। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম নির‌্যাতনের কথা অস্বীকার করে জানান, কাজের জন্য তিনি ফাঁড়ি থেকে দূরে ছিলেন। খবর শুনেই ঘটনাস্থলে এসেছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই কিশোরকে তার অভিভাবকের হাতে তুলে  দেওয়া হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর