বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বড় ভাইদের গ্রেফতার করতে হবে

মীর্জা আজম

নেত্রকোনা প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম বলেছেন, বিদেশি হত্যায় সম্পৃক্ত ‘বড় ভাইদের’ গ্রেফতার করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যে বড় ভাইয়ের নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে তাকে গ্রেফতার করে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। হুকুমদাতা এবং হত্যাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। গতকাল নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মীর্জা হারেজ বেগের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, ছবি বিশ্বাস এমপি প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়ার রহমান খান। আহমদ হোসেন বলেন, বিএনপি-জামায়াতের মদদেই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার আগে বিএনপির এক শীর্ষ নেতার বাড়িতে বৈঠক হয়। এরপর হত্যাকাণ্ড ঘটানো হয়। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, বিদেশে বসে সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে লাভ হবে না। চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। অসীম কুমার উকিল বলেন, বিশ্বে যখন বাংলাদেশের মর‌্যাদা বাড়ছে, তখনই একটি বিশেষ গোষ্ঠী সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। পরিকল্পিতভাবে বিএনপি-জামায়াত জঙ্গিরূপে মানুষ হত্যা করছে। তবে তাদের ষড়যন্ত্র সফল হবে না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর