বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

র‌্যাবের হাতে চাঁদাবাজ হ্যাকার আটক

নিজস্ব প্রতিবেদক

সাইবার ক্রাইমের আওতায় এক চাঁদাবাজ হ্যাকারকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। আবদুল্লাহ আল ফাহাদ (২১) নামের এ হ্যাকার বিভিন্ন সময় হ্যাকিংসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মাধ্যমে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলেন। সম্প্রতি বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে আবদুল্লাহ ফাহাদ ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। ইমেইলে এ চাঁদা দাবি করার পর এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় বাংলানিউজের পক্ষ থেকে একটি মামলা করা হয়। এ মামলায় ফাহাদকে গতকাল বেলা ১১টার দিকে আটক করে র‌্যাব-৪-এর একটি দল। রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৪-এর কর্মকর্তা ওয়ারেস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হ্যাকিংয়ের মাধ্যমে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন ফাহাদ।

র‌্যাবের ইন্টেলিজেন্স বিভাগের কর্মকর্তা শাহনেওয়াজ জানান, ফাহাদের সাইবার ক্রাইমসংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। একই বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছেন তিনি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ ফাহাদ। তার বাবা একটি বাহিনীতে কর্মরত এবং রাজধানীর উত্তরায় বসবাস করছেন বলেও জানান তিনি। ফাহাদ জাস্টিন, গ্লেন ম্যাক্সওয়েল, হোসনে মোবারক এমন সব ছদ্মনাম ছাড়াও রেজাউল করিম, তাসমির খান ও আবদুল্লাহ ফাহাদ নামে তার বিভিন্ন পোস্ট থেকে সাইবার জগতে যৌনতা, পিসি ও নেটওয়ার্কে ভাইরাস ছড়ানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের প্রমাণ মিলেছে বলেও জানায় র‌্যাব। বাংলানিউজ ছাড়াও এর আগে হ্যাকিংয়ের হুমকি দিয়ে অর্থ আদায় ও আদায়ের চেষ্টা করেছেন আবদুল্লাহ ফাহাদ। আইসিটি অ্যাক্টের ৫৬ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সর্বশেষ খবর