বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মানি লন্ডারিং অধ্যাদেশের দুটি ধারা নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

দুদকের স্বাধীনতা খর্ব করে মানি লন্ডারিং প্রতিরোধ (সংশোধনী) অধ্যাদেশ-২০১৫ এর দুটি ধারা কেন অবৈধ  ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির কার‌্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি  মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।

 আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন।

সর্বশেষ খবর