বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সুন্দরবনে পশুর চ্যানেলে কয়লাবাহী জাহাজডুবি

বাগেরহাট প্রতিনিধি

মংলা বন্দরের অদূরে সুন্দরবনের পশুর চ্যানেলে ৫৫০ মেট্রিক টন কয়লাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গত রাত ১০টায় খুলনাগামী এমভি জিয়া-রাজ নামের এ পণ্যবাহী জাহাজটি তলা ফেটে পশুর নদে ডুবে যায়। তবে জাহাজে থাকা নাবিকসহ ১২ জনের সবাই সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন। কয়লাবাহী এ জাহাজডুবির ফলে সুন্দরবনের ছয় প্রজাতির ডলফিনসহ অন্যান্য জলজ প্রাণী কী ধরনের সংকটে পড়বে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সুন্দরবন বিভাগ। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের এসিএস বেলায়েত হোসেন কয়লাবাহী জাহাজডুবির ঘটনা নিশ্চিত করে জানান, এতে সুন্দরবনের ডলফিনসহ অন্যান্য জলজ প্রাণীকুলের কী ধরনের ক্ষতি হবে তা নিরূপণের জন্য আজ সকালে বিশেষজ্ঞদের সুন্দরবনে নিয়ে আসা হবে এবং তাদের পরামর্শ গ্রহণ করা হবে।

মংলা বন্দর হারবার মাস্টার হাসান জানান, কয়লাবাহী জাহাজটি পশুর নদের মূল চ্যানেল দিয়ে না গিয়ে জয়মণির খাদ্যগুদামের সামনে লোকালয়ের পাশ দিয়ে যাওয়ার কারণে ডুবোচরে ধাক্কা খেয়ে তলা ফেটে যায় এবং দ্রুত ডুবে যায়। মূল পশুর চ্যানেলে জাহাজটি না ডোবায় মংলা বন্দরে জাহাজ চলাচলে কোনো ধরনের ঝুঁকি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি বলে হারবার মাস্টার নিশ্চিত করেছেন। বন্দরের এ কর্মকর্তা আরও জানান, ডুবে যাওয়া কার্গো জাহাজটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমকে তলব করা হয়েছে।

সর্বশেষ খবর