বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বছরের শুরুতেই বই পাবে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বই ছাপার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করছি গত কয়েক বছরের মতো এবারও বছরের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা। গতকাল রাজধানীর মাতুয়াইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত বই ছাপানো কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ইবতেদায়ি ও মাদ্রাসাগুলোতে ইতিমধ্যে ৭০ শতাংশ বই পৌঁছে গেছে। আর মাধ্যমিক পর‌্যায়ের প্রায় ৭০ শতাংশ বই উপজেলাগুলোতে পৌঁছে গেছে। এ ছাড়া এ মাসের মধ্যে অধিকাংশ বই চলে যাবে। এতে নিশ্চিত করে বলা যায়, যথাসময়ে বই ছাপা ও বিতরণ করা যাবে।

তিনি বলেন, বই ছাপার কাজ নিয়মিত তদারক করা হচ্ছে। এ জন্য ছয়টি কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষাগারে কাগজ পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত তারা (বিশেষজ্ঞ) কোনো আপত্তি জানাননি।

এবার ৪ কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭২৮ জন শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ১২৪ কপি বই ছাপা হচ্ছে।

সর্বশেষ খবর