বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মঞ্জুর বিরুদ্ধে যত অভিযোগ খুলনা মহানগর বিএনপি নেতা মোর্ত্তাজার

নিজস্ব প্রতিবেদক

নজরুল ইসলাম মঞ্জু খুলনা মহানগর বিএনপিকে ‘আওয়ামী সমমনা সমিতি’ করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহারুজ্জামান মোর্ত্তাজা। গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে আরও কিছু গুরুতর অভিযোগ করেন তিনি। শাহারুজ্জামান মোর্ত্তাজার অভিযোগ ‘খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু কারও মতামতের তোয়াক্কা না করে তার আজ্ঞাবহ লোক দিয়ে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে ১৮ সদস্যবিশিষ্ট যাচাই-বাছাই কমিটি গঠন করেছেন। তাদের কেউই চলমান আন্দোলনে ছিলেন না। এদের অনেকেরই বিরুদ্ধে বিগত ৫ জানুয়ারি আন্দোলনে ভূমিকা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে।’ খুলনা মহানগরের শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, ‘নজরুল ইসলাম মঞ্জু আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে আঁতাত করে আন্দোলন চলাকালীন সময়ে নির্দিষ্ট একটি রাস্তা দিয়ে মিছিল ও ফটোসেশন করতেন। ৫ জানুয়ারির আন্দোলনে খুলনা মহানগর বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হলেও মঞ্জুর বিরুদ্ধে কোনো মামলা বা তাকে হয়রানি করা হয়নি। এতেই বোঝা যায়, তিনি কোন রাজনৈতিক দলের আস্থাভাজন।’

তার মতে, ‘মঞ্জু নিজস্ব বলয় সৃষ্টির মাধ্যমে খুলনা মহানগর বিএনপিকে আওয়ামী সমমনা একটি সমিতিতে রূপান্তরিত করেছেন। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে এখনই সাংগঠনিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে খুলনা বিএনপি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে এসে যে নির্দেশনা দেবেন সে মোতাবেক দল পরিচালিত হবে।

সর্বশেষ খবর