বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

আমি ধান্দাবাজ নই আল্লাহ আমায় অনেক দিয়েছেন

শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এ কে এম শামীম ওসমান এমপি (নারায়ণগঞ্জ-৪) বলেছেন, তিনি কোনো ধান্দাবাজ নন। তিনি তোলা তোলেন না, চাঁদাও খান না। তিনি জনগণের জন্য কাজ করেন। শামীম ওসমান গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাজার এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে সোনা মিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলেন, আল্লাহ আমায় অনেক দিয়েছেন। আমি ধান্দাবাজ নই। কোনো তোলা বা চাঁদাও খাই না। আমি কাজ করি জনগণের জন্য। খেলার মঠের ব্যাপারে প্রধানমন্ত্রীর অনেক আগ্রহ উলে­খ করে শামীম ওসমান বলেন, স্টেডিয়াম তৈরি করে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা হবে।

এখানে তৈরি হবে রুচিসম্মত স্টেডিয়াম। এতে এ অঞ্চলের ছেলেমেয়েরা খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলবে।

সোনা মিয়া মিনি স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল মতিন প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, পারটেক্স গ্রুপের এমডি আজিজ আল কায়সার টিটু, আজিজ আল কায়সার মাসুদ, জালাল উদ্দিন আহমেদ, ইব্রাহীম, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক খোকা, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, কাউন্সিলর আবদুর রহিম, জান্নাতুল ফেরদৌস নীলা, শফিকুল ইসলাম বাবুল, আরিফুল হক হাসান, শাহজালাল বাদল, ওমর ফারুক প্রমুখ।

সর্বশেষ খবর