সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশের ওপর দিয়ে সার্কভুক্ত চার দেশের ট্রাক চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

গতকাল সন্ধ্যা থেকে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতসহ সার্কভুক্ত চারটি দেশের মধ্যে। কলকাতায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর সেখান থেকে একটি পণ্যবাহী ট্রাক রওনা হয়েছে, যার গন্তব্য বাংলাদেশের নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া হয়ে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা। কলকাতা থেকে রওনা হওয়া ট্রাকটি পরিচালনা করছে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ডিএইচএল। এতে যে পণ্য আছে এর অর্ধেকের গন্তব্য বাংলাদেশ এবং বাকি অর্ধেক যাবে ত্রিপুরায়। সম্প্রতি চার দেশ বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সম্পাদিত বিবিআইএন চুক্তির আওতায় এই যান চলাচল শুরু হলো। জানা গেছে, কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পরিবহন সচিব বিজয় ছিব্বার এবং কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তা মইনুল কবির।

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সড়কপথে পণ্য ও যাত্রীবাহী যান চলাচলের চুক্তি অনুযায়ী এই চারটি দেশের মধ্যে তিন ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এর ফলে ভারত কার্যত বাংলাদেশের ভিতর দিয়ে পণ্য ট্রানজিট সুবিধা পাচ্ছে। ট্রান্সপোর্ট এজেন্সি ডিএইচএলের কর্মকর্তা ফিরোজ জাহাঙ্গীর জানান, কলকাতা থেকে আগরতলার দূরত্ব এক হাজার ৫৫৯ কিলোমিটার। পণ্য নিয়ে কলকাতা থেকে আগরতলা পৌঁছাতে সময় লাগত তিন দিন। বাংলাদেশের স্থলপথ ব্যবহারের ফলে কলকাতা থেকে আগরতলার দূরত্ব কমে দাঁড়িয়েছে ৫৫৯ কিলোমিটার। এতে এক দিনে ট্রাক পৌঁছে যাবে আগরতলা বন্দরে। ফলে সময়ের পাশাপাশি অর্থও সাশ্রয় হবে ব্যবসায়ীদের। বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ভারতের পেট্রাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সুজিত সরকার যৌথভাবে চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পণ্য চালানের পরীক্ষা সম্পন্ন করেন। পণ্যের সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্বে রয়েছেন বেনাপোলের লাকি ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান। ভারতের রপ্তানিকারক হলেন থ্রেটস ইন্ডিয়া লিমিটেড।

সর্বশেষ খবর