সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস আজ। স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশব্যাপী দিবসটি পালন করা হবে। আগে দিনটি সরকারিভাবে পালিত হলেও ২০০৩ সালের পর থেকে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির উদ্যোগে দিবসটি পালিত হয়। মরণোত্তর চক্ষুদানকারীদের কাছ থেকে কিংবা বেওয়ারিশ মৃত ব্যক্তির কাছ থেকে চোখ সংগ্রহ করে দুস্থ অন্ধদের বিনামূল্যে কর্নিয়া সংযোজন করে এই সমিতি। একই সঙ্গে স্বেচ্ছায় যারা রক্ত দিতে চায় তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে মানুষের জীবন বাঁচাতে সরবরাহ করে।

সর্বশেষ খবর